কাজী নজরুল ইসলাম তিনি উপমহাদেশের মধ্যে এমন একজন কবি, লেখক, সুরু কার এবং গীতিকার যা, পৃথিবীতে আর হবে না 🙏🙏🙏
আহা! কি মাধুর্যপূর্ণ কন্ঠ ❤ অনবদ্য তবলা সংগত 👏👏
আহারে 😢😢কি ভাষা কি শব্দ চয়ন কি সুর দেহের ভিতর থেকে নারা দিয়ে ওঠে অসাধারণ গেয়েছেন শিল্পী।
এখনকার দিনের lyricist দের পক্ষে সম্বভ না, এতো detailed সুন্দর কথা সাজানো। Thats why Legends never die.
এই জেনারেশন রিলসে ব্যবহার করে গেল কদিন ধরে গানটা। হতভাগা নতুন বাঙালি এখনো জানেনা গানটা যে নজরুলগীতি!!!
কী কন্ঠ! লজ্জিত যে শিল্পীকে এতদিন শুনিনি। আর কোক স্টুডিও শুনে আমি শুনতে আসিনি এটি। এরপর হয়তো শুনবো। ভারত থেকে অনেক ভালোবাসা ♥️
বাংলার ইতিহাসে এক অন্যতম কবি আবারো ফিরে এসো কবি ..... এই মাটিকে পবিত্র করে তুলতে 😢❤❤।
আমার শ্রদ্ধেয় শিক্ষক, উচ্চাঙ্গসংগীত ও নজরুলের গানে অতুলনীয় উচ্চতায় পৌঁছাতে পেরেছেন তার সুর সাধনায়।
এই গানের যে ইতিহাস আছে কাজী নজরুল ইসলাম এর ছেলে মৃত্যু নিয়ে। এই গান টা লেখা আর কান্না ভেঙে পড়েছিল। বাংলা দুখ মিয়া। জনম জনম এই রকম থাকবে এই গান গুলা। ২৬-০৩-২৫ ইং কেউ যদি শুনতে এসে লাইক দিলে হয়তো আবার শুনা হবে।
কি অপূর্ব গায়কি ! সালাউদ্দিন সাহেব কে আমার হৃদয় এর উষ্ন মোবারক বাদ জানাই। আল্লাহ তায়ালা ওনাকে সুস্থ রাখুন এই প্রার্থনা।♥️♥️♥️
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার প্রিয় কবির হৃদয় ছোঁয়া অনুভূতি প্রকাশ হচ্ছিল গানের লয়ের মাঝে।
গানের কথা আর গাওয়া মিলিয়ে একটা পরিপূর্ণ গান। যেমন গান তেমনি মন কাড়া গায়কী ❤❤❤
এই গানটা যতবার শুনেছি ততবার চোখ দিয়ে জল বেরিয়েছে । এই গানটা মোটেও আনন্দের ছিলো না স্বয়ং কাজী নজরুল ইসলাম এই গানটা অনেক কষ্ট ও কাঁদতে কাঁদতে রচনা করেছে । এই গানগুলো এখন কার জেনারেশনের ৯০% ছেলে মেয়ে রা কদর বুঝবে না। একমাত্র যারা সঙ্গীতের সঙ্গে জড়িত তারাই বুঝবে ।
বুলবুলের মৃত্যুতে কাজীদার কষ্টের বহিঃপ্রকাশ ছিল এই গানগুলো। গানগুলো শুনতে গিয়ে কবির কথা ভেবে মনের অজান্তে চোখে পানি চলে এলো।
পেটে ছোট্ট ভ্রূণ নিয়ে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলো, আজ বুক টা ফাঁটছে আমার, তাঁর এই কষ্ট আমি ভুলবো কী করে ? আল্লাহ্ তাঁকে তুমি জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করো❤❤❤
গানটা এত ভালো লেগেছে ভাষায় বুঝাতে পারবো না,,,ভালোবাসা অবিরাম,,,নজরুলের জন্ম না হলে হয়তো এত মায়াবী গান শুনতে পারতাম না
বাঙালি হিসাবে জন্ম স্বার্থক, তা নাহলে এতো সুন্দর মন ভালো করা গানের কথা বোঝা হতো না, গানটা শুনে অজান্তেই চোখে জল চলে এলো, এপার বাংলা থেকে অনেক ভালোবাসা, পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি রেখে গেলাম কমেন্ট স্বরূপ 😊
মানসিক প্রশান্তি❤❤❤❤ সামনে পরীক্ষা কিন্তু পড়ায় মন বসছে না, অচেনা এক বিষাদে মন ভারাক্রান্ত, অজানা এক হতাশা গ্রাস করেছে। এমন সময় ইউটিউবে এসে এমন একটা সঙ্গীত সামনে এলো মনে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করছি। আর কন্ঠস্বর অসাধারণ.........❤❤❤❤❤❤ I am from India ❤ কাঁটাতারের এপার থেকে বিরামহীণ ভালোবাসা এই শিল্পীর জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আহা কতোটা কষ্ট নিয়ে কবি গানটা লিখেছিলেন বুক ভরা কতোটা বেদনা গানটা শুনলে চোখে পানি চলে আসে।প্রিয় কবি কাজী নজরুল কে আল্লাহ তুমি জান্নতুল ফেরদাউস দান করুন,আমিন
@farzanasharmin1086