আপনি শুধু মুখেই আবৃত্তি করেন নি। আপনার পুরা শরীর, মন, হৃদয়, ধমনী, শিরা, উপশিরা, রক্ত সব কিছু একত্রে এই আবৃত্তি টা করেছে। খুব ভালো লাগলো এটা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ।
আমার চোখে দেখা শ্রেষ্ঠ আবৃত্তিকার। এই বিদ্রোহী কবিতা তার আগে এমন করে আর কাউকে আবৃত্তি করতে শুনিনি।১০০ বছর অপেক্ষার পর কবিতাটি যেনো পূর্ণতা পেলো। ধন্যবাদ টিটু মুন্সিকে।আপনি সেরার সেরা।
102 বছর আগের কবিতা, কিন্তু এখনও শুনলে গায়ের লোম দাড়ায় যায়। ভেতরে অগ্নিশিখা জ্বলে উঠে। হৃৎপিণ্ড ভেতর থেকে বের হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। এটাই তো বিদ্রোহী। বিদ্রোহীর তো এরকমই হওয়ার কথা ছিল। আঃ আমাদের নজরুল। আমাদের বিদ্রোহী...❤️
টিটো মুন্সী স্যারের তোলনা হয় না ১০০% ১০০ বছরের স্বপ্ন পুরন হলো এ কবিতা সঠিক মানুষের মুখে শুনে সেলুট স্যার
কতটা মেধাবী ছিলেন। আল্লাহ জাতীয় কবিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।
১৯২২ সালে এই অগ্নীঝরা কবিতা " বিদ্রোহী" প্রকাশিত হয়,কিন্তু বিগত ১০০ বছর যাবত কেউ এই কবিতার এত প্রাণ দিয়ে আবৃত করতে পারেনি আমার মনে হয়।এই কবিতাটি যেন ১০০ বছর ধরে এমন আবৃতকারকের জন্য অপেক্ষা করছিল।সত্যি অসাধারণ আবৃতি,যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
ভারত থেকে লিখছি... ৯ মিনিট ধরে গায়ে কাটা দিল! ছোটবেলা কাজী সব্যসাচীর গলায় শুনেছি - আমাদের বাড়িতে ক্যাসেট ছিল... প্রাণ ঢালা সেই আবৃত্তির মত আরেকটি আবৃত্তি আজ পর্যন্ত শুনিনি। কিন্তু এটা সেটাকে ছাপিয়ে গেছে... অসাধারণ! অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ অনুভুতিটা আমাদের উপহার দেওয়ার জন্যে... 🙏
শ্রদ্ধা ও সম্মান আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আসলে কিছু বলার নাই। আমার মতে মহান সৃষ্টিকর্তার কৃপা ছাড়া এই কবিতা সম্ভব নয়। ধন্যবাদ আবৃত্তিকারকে কবিতাকে এত চমৎকার করে উপস্থাপন করার জন্য। এক কথায় অসাধারণ অসাধারণ, মনটাকে তৃপ্ত করে দিয়েছেন।
আহা! যত বারই শুনি ততবারই হৃদয় ছুয়ে যায়। আল্লাহ নজরুল কে কি মেধা দিয়েছিলেন, এটা কল্পনার বাহিরে ♥️♥️♥️♥️
অসাধারণ ও মন্ত্রমুগ্ধ আবৃত্তি।❤ ধন্যবাদ শিল্পী।❤
অন্যায় অবিচার বিরুদ্ধে লিখা পৃথিবীর সেরা কবিতা।আর টিপু মুন্সিকে ধন্যবাদ এত সুন্দর আবৃত্তি উপহার দেওয়ার জন্য। 🇧🇩🇧🇩
এই প্রথম কারো মুখে "বিদ্রোহী" কবিতার আবৃত্তি শুনে শিরায় রক্তের প্রবাহ আর উতলা হৃৎস্পন্দন অনুভব করলাম। এক কথায় অসাধারণ,,, 💝💝💝
পৃথিবীর ইতিহাসে কাজী নজরুলের মতো আর কোনদিন এরকম কবি আসবে না,, অসাধারণ আবৃত্তি
অসাধারণ শুধুই অসাধারণ। নজরুল জীবন্ত হয়ে উঠেছে টিপু মন্সির কন্ঠে।
শরিরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়.... কি পরিমাণ কোয়ালিটি ছিলো জাতীয় কবি'র.... আজকে এমন একটা কবিতা ১০০ মিলেও লিখতে পারবেনা....
এ যেন কবিতা নয়, এ যেন আগুনের প্লাবন। বিশ্ব বন্দিত কবিতা, অপূর্ব সুন্দর আবৃত্তি। (পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত)
একটা কবিতায় কতগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে!!! অবিশ্বাস্য.... দারুণ দারুণ, এক কথায় অসাধারণ।
যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলা ভাষাভাষীর মানুষ থাকবে ততো দিন প্রতিটি বাঙালির হৃদয়ে থাকবে আমার প্রাণের কবি কাজি নজরুল ইসলাম।
এমন কণ্ঠে বিদ্রোহী কবিতা শুনলে রক্ত গরম হয়ে যায়, রোম খাড়া হয়ে যায়, অনবদ্য আবৃত্তি, ধন্যবাদ শিল্পীকে।দীপঙ্কর মণ্ডল, দক্ষিণ 24 পরগণা, পশ্চিমবঙ্গ।
@FatemaKakoly-zi2xg